ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সিলেটে ৩ মামলায় সাহেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সিলেটে ৩ মামলায় সাহেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাহেদ করিম- ফাইল ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২০ | ০৯:২৬

রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান প্রতারক সাহেদ করিমের বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

২০ লাখ ৫০ হাজার টাকার পৃথক তিনটি চেক ডিজঅনার মামলায় রোববার সিলেটের বিচারিক হাকিম ১ম আদালতের বিচারক হারুন উপর রশিদ ওই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী জেলা ও দায়রা জজ আদালতের এপিপি আব্দুস সাত্তার।

সিলেটের জৈন্তাপুরের পাথর ব্যবসায়ী শামসুল মাওলা সাহেদের বিরুদ্ধে চলতি বছরের এপ্রিলে ১০ লাখ টাকা করে দুটি এবং ৫০ হাজার টাকার আরেকটি চেক ডিজঅনার মামলা করেন।

শামসুল মাওলা সমকালকে জানান, সাহেদ করিম ৩০ লাখ টাকার পাথর তার কাছ থেকে ক্রয় করেন। এ জন্য ১০ লাখ টাকা করে তিনটি চেক প্রদান করেন। কিন্তু চেকের বিপরীতে দু'টি হিসাব ঠিক থাকলেও টাকা ছিল না। অন্য একটি চেক দেওয়া হয়েছে আরেক জনের হিসাব থেকে।

আরও পড়ুন

×