ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ফুলবাড়ীতে দরিদ্র গৃহবধূর আত্মহত্যা

ফুলবাড়ীতে দরিদ্র গৃহবধূর আত্মহত্যা

নিহত লিজা আক্তারের স্বজনদের আহাজারি- সমকাল

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২০ | ০৯:৫৩ | আপডেট: ১৭ নভেম্বর ২০২০ | ১০:১৯

দিনাজপুরের ফুলবাড়ীতে গলায় ওড়না পেঁচিয়ে দিনমজুর পরিবারের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার নিজের শোবার ঘরে আত্মহত্যা করেন তিনি।

লিজা আক্তার (২২) নামের ওই গৃহবধূ উপজেলার শিবনগর ইউনিয়নের আদর্শ কলেজপাড়া গ্রামের দিনমজুর সামিউল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানান, আর্থিক অনটনে কোনোরকমে চলছিল ওই পরিবারটি। মঙ্গলবার লিজার শাশুড়ি ইটভাটায় কাজে এবং তার স্বামী গরু নিয়ে মাঠে যান। প্রতি মঙ্গলবার তার কিস্তি ছিল। কিন্তু ওইদিন কিস্তির জন্য টাকা জোগাড় ছিল না। প্রতিবেশীদের কাছে ধার চেয়েও পাননি। হতাশ হয়ে বাড়ি ফেরেন তিনি। দুপুরে সামিউল বাসায় খেতে এসে শোবার ঘর ভেতর থেকে লাগানো দেখতে পান। লিজাকে ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে দরজাটি ভেঙে তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে ঘটনাটি পুলিশকে জানান। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

নিহতের স্বামী সামিউল জানান, দু'মাস আগে ঠাঙ্গামারা (টিএমএসএস) নামের এনজিও থেকে ২০ হাজার টাকা ঋণ নেওয়া হয়। কিস্তির টাকা জোগাড় করতে না পারায় অভিমানে হয়তো তিনি আত্মহত্যা করেছেন।

ফুলবাড়ী উপজেলা শাখা টিএমএসএসের ব্যবস্থাপক হাসান আলী জানান, মঙ্গলবার সকালে লিজার কিস্তি আদায়ের জন্য তার বাড়িতে ওই এলাকার সভানেত্রীকে পাঠানো হয়। তিনি গিয়ে লিজাকে বাড়িতে না পাওয়ায় কিস্তিটি নেওয়া সম্ভব হয়নি। পরে লোকজনের মাধ্যমে জানতে পেরেছেন, লিজা আত্মহত্যা করেছেন। আর যাকে বাড়িতে পাওয়া যায়নি, তাকে কিস্তির জন্য চাপ দেওয়ার প্রশ্নই ওঠে না। 

ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মাহামুদুল হাসান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।


আরও পড়ুন

×