ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ঘুমন্ত বাবা-মায়ের পাশ থেকে উধাও শিশুটির লাশ মিলল পুকুরে

ঘুমন্ত বাবা-মায়ের পাশ থেকে উধাও শিশুটির লাশ মিলল পুকুরে

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২০ | ০০:০৬ | আপডেট: ১৮ নভেম্বর ২০২০ | ০১:১০

বাগেরহাটের মোরেলগঞ্জে ঘুমন্ত বাবা-মায়ের পাশ থেকে উধাও হয়ে যাওয়া ১৭ দিনের সেই শিশুটির লাশ তিন দিন পর বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

বুধবার ভোরে বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

ঘটনার দিন রোববার রাত ১১টার দিকে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা গ্রামের জেলে সুজন খান ও তার স্ত্রী শান্তা আক্তার তাদের ১৭ দিন বয়সী শিশু মেয়ে সোহানাকে তাদের দু’জনের মাঝখানে শুইয়ে রেখে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২ টার দিকে তারা জেগে দেখেন তাদের শিশু মেয়ে বিছানায় নেই। তার বালিশটি খাটের নীচে পড়ে ছিল এবং ঘরের দরজা খোলা ছিল।

এ ঘটনায় অজ্ঞাত আসামি করে চুরি হয়ে যাওয়া শিশু সোহানার দাদা মো. আলী হোসেন খান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

প্রতিবেশীদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ ও পারিবারিক কলহের কারণে ১৭ দিনের শিশু সোহানা চুরি হয়ে থাকতে পারে বলে শিশুটির বাবা সুজন খান দাবি করেছেন।

আরও পড়ুন

×