সেতুর গর্তে ট্রাক, পাহারাদার ও ১৩ গরুর মৃত্যু

দুর্ঘটনায় পড়া ট্রাকটি
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২০ | ১০:১১ | আপডেট: ০১ ডিসেম্বর ২০২০ | ১০:৪৮
শেরপুরের নকলা উপজেলার শেরপুর-ঢাকা আঞ্চলিক সড়কে নির্মাণাধীন একটি সেতুর গর্তে গরুভর্তি ট্রাক পড়ে নির্মাণকাজের পাহারাদার ও ১৩টি গরু মারা গেছে। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত পাহারাদার ছোহরাব আলী (৬০) কুর্শাবাদাগৈড় এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে। এ ঘটনায় ট্রাকটির চালক মোখলেছ মিয়াকে আটক করেছে পুলিশ। আহত গরু ব্যবসায়ী নবী হোসেন নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের রৌমারী থেকে ট্রাকে করে ৩২টি গরু নিয়ে কিশোরগঞ্জে যাচ্ছিলেন ব্যবসায়ী নবী হোসেন। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে নকলা উপজেলার কুর্শাবাদাগৈড় এলাকায় নির্মাণাধীন একটি সেতুর খাদে পড়ে যায়। এ সময় ট্রাক চাপায় পাহাড়াদার ছোহরাব এবং নির্মাণাধীন সেতুর রড শরীরের ঢুকে ১৩টি গরু মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা গিয়ে ট্রাকের বডি কেটে গরুগুলো উদ্ধার করে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন বলেন, এ ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
- বিষয় :
- গরু নিহত
- ট্রাক খাদে