ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

চট্টগ্রামে জলাশয়ে ভেসে উঠল লাশ

চট্টগ্রামে জলাশয়ে ভেসে উঠল লাশ

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২০ | ১০:১২

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার পাহাড়তলী এলাকায় ঝর্ণাপাড়া জোড় ডোবা (জলাশয়) থেকে অজ্ঞাতপরিচয় ৪৫ বছর বয়সের এক ব্যক্তির পচা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে স্থানীয় লোকজন জলাশয়ে লাশ ভেসে উঠতে দেখে পুলিশে খবর দেয়। এরপর নগরীর ডবলমুরিং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।

ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ বলেন, জলাশয়ের আশপাশের মানুষ লাশ দেখে থানায় খবর দেয়। সঙ্গে সঙ্গে পাহাড়তলী ঝর্ণাপাড়া জলাশয় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় ও তার মারা যাওয়ার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন

×