ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

মহম্মদপুরে বজ্রপাতে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মহম্মদপুরে বজ্রপাতে নির্মাণ শ্রমিকের মৃত্যু

উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নেওয়ার পর চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষণা করেন— সমকাল

মাগুরা ও মহম্মদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৯ | ০৩:১২ | আপডেট: ০৬ অক্টোবর ২০১৯ | ০৩:১৬

মাগুরার মহম্মদপুর উপজেলায় বজ্রপাতে বিপ্লব বিশ্বাস (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে উপজেলার ঝামা বাজারে এ ঘটনা ঘটে।

বিপ্লব বিশ্বাস উপজেলার মন্ডলগাতী গ্রামের প্রয়াত খসরুজ্জামানের ছেলে।

ঝামা বাজারের ব্যবসায়ী জামাল উদ্দিন জানান, বিপ্লব বিশ্বাস ঝামা বাজারে একটি নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করছিলেন। দুপুরে বৃষ্টির শুরু হলে কর্মরত অবস্থায় সেখানে তিনি বজ্রপাতের শিকার হন। অন্য শ্রমিকরা উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কাজী আবু আহসান জানান, বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই বিপ্লব বিশ্বাসের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

×