যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে পালানো সাকিবের বরিশালে আত্মসমর্পণ

প্রতীকী ছবি
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২০ | ০২:৩৮
যশোর শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে পালানো হত্যা মামলার আসামি মাইনুর রহমান সাকিব মুন্সী বুধবার বরিশাল শিশু আদালতে আত্মসমর্পণ করেছে। পরে আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ তাকে ফের যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
সাকিব মুন্সী বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের মুন্সী বাড়ির মৃত মোস্তফা মুন্সীর ছেলে। নগরীর পুরানাপাড়া এলাকায় কামাউদ্দিনের বাড়িতে ভাড়া থাকে সাকিব মুন্সীর পরিবার।
শিশু আদালতের বেঞ্চ সহকারি আজিবর রহমান জানান, গত ২৪ সেপ্টেম্বর বিকেলে নগরীর পুরানপাড়া মারকাজুল ইসলাম এছহাকিয়া মাদ্রাসা এলাকায় মার্বেল খেলা নিয়ে বিরোধের জেরে হেলাল হোসেন মৃধা কল্পনা নামক এক ব্যক্তির ঘাড়ে একটি ঘুষি দেয় সাকিব। এতে ওই ব্যক্তি অচেতন হয়ে মারা যান। ওইদিনই কাউনিয়া থানায় মাইনুর রহমান সাকিবকে অভিযুক্ত করে মামলা করেন নিহতের স্ত্রী নুপুর বেগম। ঘটনার পর পরই পুলিশ সাকিবকে গ্রেফতার করে। পরে তাকে শিশু আদালতের নির্দেশে যশোর শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। সেখান থেকে গত রোববার যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের আবাসিক ভবনের জানালা ভেঙ্গে সাকিবসহ ৮ বন্দি শিশু পালিয়ে যায়।