কেশবপুরে বিএনপির চার শতাধিক নেতাকর্মীর আ’লীগে যোগদান

কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২০ | ০৫:১৩
যশোরের কেশবপুরে বিএনপির চার শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। সোমবার রাতে ভেরচী মুক্তি সংঘ চত্বরে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন এসব নেতাকর্মীরা।
গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি সদস্য আব্দুল মোমিন, ৫ নং আগরহাটি ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান গোলদার ও গৌরীঘোনা ইউনিয়ন যুবদল নেতা মোল্লা আব্দুস সবুরের নেতৃত্বে ইউনিয়ন বিএনপি ও যুবদলের ৪ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।
গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাক্তার অরুণ কুমার দের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন। আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, যোগদানকারীদের পক্ষে গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোমিন প্রমুখ।
- বিষয় :
- যশোর
- কেশবপুর
- বিএনপির নেতাকর্মী
- আ’লীগে যোগদান