বদিকে বাবা দাবি করে আদালতে যুবক

মোহাম্মদ ইসহাক
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২০ | ০৭:৩৩ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২০ | ০৯:৪৮
কক্সবাজারের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে নিজের বাবা দাবি করে সন্তান হিসেবে স্বীকৃতি চেয়েছেন মোহাম্মদ ইসহাক (২৬) নামের এক যুবক। রোববার টেকনাফের সহকারী জজ মো. জিয়াউল হকের আদালতে এ বিষয়ে মামলা করেন তিনি। মামলায় প্রয়োজনে ডিএনএ পরীক্ষারও আর্জি জানান ইসহাক।
বিচারক আবেদনটি আমলে নিয়ে আগামী ১৪ জানুয়ারি আবদুর রহমান বদিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ইসহাক আবেদনে উল্লেখ করেছেন, তার মায়ের নাম সুফিয়া খাতুন। ১৯৯২ সালে ৫ এপ্রিল তার মাকে কলেমা পড়ে বিয়ে করেন আবদুর রহমান বদি। তাদের বিয়ে পড়ান বদির পারিবারিক হোটেল নিরিবিলিতে তৎসময়ে কর্মরত মৌলভী আবদু সালাম। বিয়ের সাক্ষী ছিলেন হোটেলের দারোয়ান এখলাছ। মায়ের সঙ্গে অসংখ্যবার বাবার কাছে গিয়েছেন বলেও দাবি করেন ইসহাক। কিন্তু তাকে সন্তান পরিচয়ে স্বীকৃতি দেননি আবদুর রহমান বদি। রাজনৈতিক শত্রু ও সামাজিক অবস্থানসহ নানা বিষয় দেখিয়ে তার মায়ের কাছে সময় নিয়েছেন বদি। তাই তার মা সুফিয়া খাতুনও এতদিন নিশ্চুপ ছিলেন।
এতে আরও উল্লেখ করা হয়, তার বয়স বাড়ার কারণে পিতৃত্বের প্রয়োজনীয়তা উপলব্ধি করছেন। অথচ আবদুর রহমান বদি কৌশলে সময়ক্ষেপণ করছেন। এখন তিনি যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। তাই উপায় না পেয়ে পিতৃত্বের দাবিতে আদালতে গেছেন তিনি। এ বিষয়ে আবদুর রহমান বদির বক্তব্য জানা যায়নি। বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ইসহাক বর্তমানে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বিসিক শিল্প এলাকা সংলগ্ন দক্ষিণ মুহুরী পাড়ায় বসবাস করছেন বলে আদালতে করা আবেদনে জানিয়েছেন।
- বিষয় :
- বদিকে বাবা দাবি
- আব্দুর রহমান বদি