ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ক্রাইম পেট্রোল দেখে খেলনা পিস্তল নিয়ে সোনালী ব্যাংকে ডাকাতি: পুলিশ

ক্রাইম পেট্রোল দেখে খেলনা পিস্তল নিয়ে সোনালী ব্যাংকে ডাকাতি: পুলিশ

ডাকাতির অভিযোগে গ্রেপ্তাররা -সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি ও জীবননগর সংবাদদাতা

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২০ | ০৭:৪৭

চুয়াডাঙ্গার জীবননগরের আলোচিত সোনালী ব্যাংকের উথলী শাখায় ডাকাতির ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ক্রাইম পেট্রোল সিরিজ দেখে প্রশিক্ষণ নিয়ে খেলনা পিস্তল ও মোটরসাইকেল ব্যবহার করে ব্যাংক থেকে টাকা লুট করে তারা। 

পুলিশ আরও জানায়, ডাকাতির ঘটনার মূল পরিকল্পনাকারী রাসেলকে চৌগাছা এবং সহযোগী হৃদয়, আকাশ ও রকিকে দেহাটি এবং জীবননগরের আশেপাশে থেকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে খেলনা পিস্তল, মোটরসাইকেলসহ নগদ ৫ লাখ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার বিকেলে প্রস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম। বিকেল ৩টার দিকে জেলা পুলিশের সম্মেলন কক্ষে প্রেস বিফিংয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম বলেন, গত ১৫ নভেম্বর চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী বাজারে অবস্থিত রাষ্ট্রায়ত্ত উথলী সোনালী ব্যাংক শাখায় দুপুর সোয়া ১টার সময় ফিল্মি স্টাইলে দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়। এ সময় ডাকাত দল অস্ত্রের মুখে ব্যাংকের নিরাপত্তাপ্রহরীসহ সবাইকে জিম্মি করে নগদ ৮ লাখ ৮২ হাজার ৯০০ টাকা লুট করে নিয়ে যায়। দুপুরে ব্যাংকে লোকজনের উপস্থিতি কম ও সিসি ক্যামেরা না থাকার সুযোগে তারা দস্যুতার জন্য বেছে নেয় সোনালী ব্যাংকের উথলী শাখাটি। ঘটনার পর থেকে পুলিশ সন্দেহভাজন বেশ কয়েকজনের ওপর কড়া নজরদারি শুরু করে। এছাড়া বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান নিশ্চিতকরাসহ কথোপকথন রেকর্ড করা হয়। কিন্তু তারা নির্দিষ্ট এক জায়গায় অবস্থান না করায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না। পরে সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, ভারতীয় সনি টিভির সিরিয়াল ক্রাইম পেট্রোল দেখে এই চারজন ব্যাংক লুট করায় উদ্বুদ্ধ হন। সে অনুযায়ী তারা প্রশিক্ষণ নেন। পরিকল্পনা অনুযায়ী অনলাইন মার্কেট প্লেস দারাজ থেকে খেলনা পিস্তলও সংগ্রহ করেন।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর দিনের বেলায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী বাজারে অবস্থিত রাষ্ট্রায়ত্ত উথলী সোনালী ব্যাংক শাখায় দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।


আরও পড়ুন

×