পুলিশের ২ মামলা থেকে শিপ্রা ও সিফাতকে অব্যাহতি

শিপ্রা ও সিফাত -ফাইল ছবি
কক্সবাজার অফিস
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২০ | ০৭:২৪
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ হত্যার ঘটনায় তার সহযোগী শিপ্রা দেবনাথ ও সিফাতের বিরুদ্ধে পুলিশের দায়ের করা দুই মামলা থেকে তাদের অব্যাহতি দিয়েছেন আদালত।
সোমবার কক্সবাজারের সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালত এই আদেশ দিয়েছেন।
আদালত সূত্র জানিয়েছে, মামলার তদন্তে মাদকের সঙ্গে শিপ্রা ও সিপাতের সংশ্লিষ্টতার সত্যতা পাওয়া যায়নি বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। গত ১৩ ডিসেম্বর দুই মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের সহকারী পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার রামু ও টেকনাফ আদালতে এই প্রতিবেদন দাখিল করেন।
উল্লেখ্য, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের শিক্ষার্থী সিফাত ও শিপ্রা নিহত সিনহার সঙ্গে ‘লেটস গো’ নামে ভ্রমণ বিষয়ক ডকুমেন্টারি বানানোর জন্য সিনহার সঙ্গে কক্সবাজারে গিয়েছিলেন।
গত ৩১ জুলাই রাত্রে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে টেকনাফের বাহারছরা মারিশবনিয়া এপিবিএন চেক পোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা রাশেদ খান।
রাশেদকে হত্যার ঘটনার পর তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। পুলিশ সেদিনই ঘটনাস্থল থেকেই সিফাতকে গ্রেপ্তার করে। নীলিমা রিসোর্ট থেকে গ্রেপ্তার করা হয় শিপ্রাকেও। পরে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
এরপর ৫ আগস্ট সিনহার বড়বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে লিয়াকত আলী (খারিজ হওয়া রিভিশন আবেদনের বাদী), সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, সহ ৯ জনকে আসামি করে টেকনাফ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের করেন।