ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পুলিশের এসআই প্রত্যাহারের দাবি

বরিশালে চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

বরিশালে চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২০ | ১০:৫৫ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০ | ১১:১১

বরিশাল কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলামকে প্রত্যাহারের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন চিকিৎসকরা। এ সময়ের মধ্যে এসআইকে প্রত্যাহার করা না হলে চিকিৎসকদের প্রাইভেট চেম্বার বন্ধসহ কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বরিশাল জেলা শাখা এক সভা করে এসব সিদ্ধান্ত নিয়েছে।

চিকিৎসকদের অভিযোগ, বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগে দায়েরকৃত মামলায় অহেতুক আসামি করা হয়েছে ওই হাসপাতালের সুপারিনটেনডেন্ট ও বিএমএর জেলা সভাপতি ডা. ইশতিয়াক হোসেনকে। গত ২২ ডিসেম্বর রাত ৯টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই রিয়াজুল ইসলামী ব্যাংক হাসপাতালে যান। এ সময় তিনি হাসপাতালে অনুপস্থিত ডা. ইসতিয়াকের সঙ্গে মোবাইলফোনে অসৌজন্যমূলক আচরণ করেন।

বিএমএর জেলা সহসভাপতি ডা. সৈয়দ মাকসুদুল হক ও সাধারণ সম্পাদক ডা. মনিরুজ্জামান শাহীন গত বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে রিয়াজুলের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে তাকে কোতোয়ালি থানা থেকে প্রত্যাহারের দাবি জানান।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কোনো পদক্ষেপ না নেওয়ায় বিএমএ মঙ্গলবার দুপুরে সভা করে তাকে প্রত্যাহারের জন্য পুলিশ প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে। বিএমএ সভাপতি ডা. ইশতিয়াক হোসেন সভায় সভাপতিত্ব করেন।

এ প্রসঙ্গে বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বলেন, চিকিৎকদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এর সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত এসআইর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×