বান্দরবানের লামায় পাহাড় কেটে ঘর

লামায় প্রভাব খাটিয়ে পাহাড় কেটে ঘর নির্মাণ করার অভিযোগ- সমকাল
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২১ | ০৯:৫১
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কমিউনিটি সেন্টার নামক এলকায় পাহাড় কেটে ঘর নির্মাণ করছেন আজগর আলী নামে এক ব্যক্তি। তার বিরুদ্ধে পানি চলাচলের ঝিরি ভরাট করারও অভিযোগ রয়েছে। অথচ জায়গাটি স্থানীয় রহিমা বেগমের নামে বন্দোবস্ত নেওয়া। সেখানে রহিমা বেগমের লাগানো ২০টি গর্জন গাছও কেটে নিয়ে বিক্রি করে দিয়েছেন আজগর আলী।
কমিউনিটি সেন্টার এলাকার শহীদুল আলমের স্ত্রী রহিমা বেগম পাঁচ একর তৃতীয় শ্রেণির এ জায়গাটি সরকারের কাছ থেকে বন্দোবস্ত পান অনেক দিন আগে। এরপর তারা ওই জায়গায় বিভিন্ন প্রজাতির বনজ ও ফলদ গাছের বাগান ও বসতঘর নির্মাণ করে ভোগদখল করে আসছেন। কিন্তু গত ২৫ ডিসেম্বর থেকে আজগর আলীসহ অন্যরা সংঘবদ্ধ হয়ে বুলডোজার লাগিয়ে প্রায় ১৫ শতক আয়তনের পাহাড় ও রোপিত ২০টি গর্জন গাছ কেটে সাবাড় করে ফেলেন। এ সময় পাহাড় কাটায় বাধা দিলে রহিমা বেগমকে হত্যার হুমকি দেন আজগর আলী ও তার লোকজন।
ভুক্তভোগী রহিমা বেগম বলেন, এ জায়গা ছাড়া আমার আর কোনো জায়গা নেই। জায়গা ছেড়ে না দিলে পরিবার নিয়ে আমাকে পথে বসতে হবে। ইতোমধ্যে আজগর আলী আমার পাহাড়ে রোপিত ২০টি গর্জন গাছ কেটে নিয়ে এক লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে। পাহাড় কেটে মাটিও বিক্রি করেছে সে। সামাজিক বিচারও মানেন না আজগর আলী। তাই আমার জায়গা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এদিকে স্থানীয় বাসিন্দা মঞ্জুর আলম, হাবিবুর রহমান ও এরশাদুর রহমানের কাছ থেকে জানা গেছে, জায়গাটি রহিমা বেগমেরই। সম্প্রতি ওই জায়গা আজগর আলী নিজের বলে দাবি করছেন। জায়গা দখল-বেদখল নিয়ে দু'পক্ষে উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে যে কোনো সময় অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারে। তাদের অভিযোগ, পরিবেশ ও ভূমি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে পাহাড় ও টিলা কাটা দণ্ডনীয় অপরাধ হলেও প্রশাসন এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
অভিযোগের বিষয়ে আজগর আলী বলেন, কারও জায়গায় নয়, আমরা জায়গার পাহাড় কেটে ঘর নির্মাণ করছি। এ নিয়ে আমাদের সঙ্গে কারও বিরোধ নেই।
এ বিষয়ে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার বলেন, রহিমা বেগম ও আজগর আলীর মধ্যে জায়গা নিয়ে বিরোধের ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেছিলাম; কিন্তু আজগর আলী পরিষদের সিদ্ধান্ত না মানায় বিরোধটি মীমাংসা করা সম্ভব হচ্ছে না।
- বিষয় :
- লামা
- বান্দরবান
- পাহাড় কেটে ঘর