৫ দিন অনশনের পর মিলল স্ত্রীর স্বীকৃতি

বিয়ের অনুষ্ঠানে সাইফুল ও পপি -সমকাল
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২১ | ০৪:৪৭
নাটোরের নলডাঙ্গায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ দিন ধরে অনশনরত পপি অবশেষে স্ত্রীর স্বীকৃতি পেয়েছেন।
সোমবার সন্ধ্যায় নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের ঠাকুর লক্ষীকোল মদনহাট পাবনা পাড়া গ্রামে প্রেমিক সাইফুলের সঙ্গে বিয়ে হয় তার।
এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান কলিম উদ্দিন ও গণ্যমান্য ব্যক্তিসহ অনেকে উপস্থিত ছিলেন। বিয়েতে ৬ লাখ ১ টাকা দেনমোহর ধার্য্য করা হয়েছে।
সাইফুল ওই গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে এবং পপি একই উপজেলার সোনারমোড় এলাকার মৃত আব্দুস সোবাহানের মেয়ে।
এর আগে গত ৭ জানুয়ারি থেকে স্ত্রীর স্বীকৃতির দাবিতে সাইফুলের বাড়িতে অবস্থান নেন পপি।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, সাইফুল এবং পপির মধ্যে র্দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল। পরে বিষয়টি জানাজানি হওয়ার পর গত বছরের আগস্ট মাসে তারা গাজীপুরে অবস্থান নেন। সেখানে তারা স্বামী -স্ত্রীর পরিচয়ে দীর্ঘদিন থাকার পরে সম্প্রতি সাইফুল বাড়ি চলে আসেন। পরে পপি সাইফুলকে বিয়ের জন্য চাপ দিলে নানা তালবাহানা করতে থাকেন সাইফুল। এতে উপায় না পেয়ে পপি বিয়ের দাবিতে সাইফুলের বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন। এরপর এলাকার জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সোমবার তাদের বিয়ে সম্পন্ন হয়।
- বিষয় :
- বিয়ের দাবিতে অনশন
- স্ত্রীর স্বীকৃতি