আবু সাঈদ খানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদ

মুক্তিযোদ্ধা আবু সাঈদ খানের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে বুধবার ফরিদপুরের সালথায় সাংবাদিকরা মানববন্ধন করেন- সমকাল
ফরিদপুর অফিস ও সালথা প্রতিনিধি
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২১ | ০৯:১৪ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২১ | ০৯:৪০
বিশিষ্ট সাংবাদিক, লেখক, কলামিস্ট ও মুক্তিযোদ্ধা আবু সাঈদ খানের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে বিবৃতি দিয়েছেন ৪৭ মুক্তিযোদ্ধা। এ ছাড়া বুধবার তার নিজ এলাকা ফরিদপুরের সালথায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন করেছেন।
গত ৬ জানুয়ারি ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুরে কম্বল বিতরণ অনুষ্ঠানে ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান সামসুল হক ওরফে ভোলা মাস্টার অপ্রাসঙ্গিকভাবে বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য ও কটূক্তি করে বক্তব্য দেন। পরে সামাজিক মাধ্যমে তা ছড়িয়ে পড়ে।
দেশের প্রগতিশীল ধারার ও মুক্তিযুদ্ধের পক্ষের অন্যতম প্রবক্তা বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যকে দুঃখজনক ও অনভিপ্রেত আখ্যা দিয়ে নিন্দা জানিয়ে দেওয়া বিবৃতিতে স্বাক্ষর করেন মুক্তিযোদ্ধা সংসদ ফরিদপুরের সাবেক কমান্ডার মো. আবুল ফয়েজ শাহনেওয়াজ, মো. এম এ সালাম লাল, সাবেক ডেপুটি কমান্ডার নজরুল ইসলাম জামাল, সাবেক সহকারী কমান্ডার আমিনুর রহমান ফরিদ, মো. আকরাম আলী, ফরিদপুর সদর উপজেলার সাবেক কমান্ডার শামসুদ্দিন ফকির, সালথা উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার মো. শাহাদাত হোসেন, নগরকান্দা উপজেলার সাবেক কমান্ডার লিয়াকত আলী লস্করসহ নগরকান্দা, সালথা ও ফরিদপুরের মোট ৪৭ মুক্তিযোদ্ধা।
একই ঘটনায় বুধবার বিকেলে সালথা উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে বক্তব্য দেন সালথা প্রেস ক্লাবের সভাপতি সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সহসভাপতি আজিজুর রহমান, চৌধুরী আশরাফ মাহমুদ টুটু, মনির মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা দেশের খ্যাতিমান গণমাধ্যমব্যক্তিত্ব আবু সাঈদ খানকে উদ্দেশ করে ফরিদপুরের জেলা পরিষদের চেয়ারম্যান সামসুল হক ওরফে ভোলা মাস্টারের আপত্তিকর বক্তব্যের তীব্র নিন্দা জানান। সাংবাদিক নেতৃবৃন্দ ভোলা মাস্টারের ওই আপত্তিজনক বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, দেশবরেণ্য আমাদের এই অগ্রজ সাংবাদিক সম্পর্কে মিথ্যা ও বানোয়াট বক্তব্যের জন্য ভোলা মাস্টারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অবান্তর বক্তব্যের জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন বক্তারা।
এ ছাড়া তীব্র নিন্দা জানিয়ে ভোলা মাস্টারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সমকাল সুহৃদ সমাবেশ, ফরিদপুর। এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি সৌমিত্র মজুমদার পলাশ ও সাধারণ সম্পাদক কাজী সবুজ বলেন, আবু সাঈদ খান শুধু সমকালের উপসম্পাদক নন, তিনি ফরিদপুর তথা দেশের একজন কৃতী সন্তান। জাতির বিবেক হিসেবে যারা এ প্রজন্মকে দিকনির্দেশনা দেন, তিনি তাদের মধ্যে অন্যতম। তার সম্পর্কে মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।
- বিষয় :
- মুক্তিযোদ্ধা
- আবু সাঈদ খান