সিলেটে ওয়াজের মঞ্চে উঠতে পারেননি মামুনুল হক

ফাইল ছবি
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২১ | ০৯:২৬
সিলেটের গোলাপগঞ্জে ওয়াজ মাহফিলে অতিথি হয়ে এলেও মঞ্চে উঠতে পারেননি হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় বাধার মুখে পড়েন তিনি।
সর্বশেষ মঙ্গলবার গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর শাহী ঈদগাহ ময়দানে এসে বক্তৃতা না করে তিনি ফিরে যান।
স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে তাকে বাদ দিয়েই শেখপুর তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে অতিথি হয়ে মাওলানা মামুনুল হক আসছেন জেনে স্থানীয় প্রশাসন তৎপর হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান, প্রশাসনের অনুমতি না থাকায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটার আশঙ্কায় তাকে বয়ান দিতে দেওয়া হয়নি।
গত বছরের শেষ দিকে এক বক্তৃতায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হলে তা ভেঙে বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকি দেন মাওলানা মামুনুল হক, মুফতি ফয়জুল করিমসহ আরও কয়েকজন ধর্মীয় বক্তা। এ নিয়ে সারাদেশে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। তাদের বিরুদ্ধে বিক্ষোভও হয়।
- বিষয় :
- সিলেট
- মামুনুল হক
- ওয়াজ মাহফিল