চট্টগ্রামে মিছিলে ছুরিকাহত যুবলীগ নেতা

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২১ | ১২:৩৫
চট্টগ্রামে মিছিলে ছুরিকাঘাতে আহত হয়েছেন কেন্দ্রীয় যুবলীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আদিত্য নন্দী। রোববার দুপুরে ষোলশহর দুই নম্বর গেট এলাকায় মহানগর যুবলীগের মিছিলে এ ঘটনা ঘটে। আদিত্য চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে ছুরিকাঘাতের বিষয়টি অস্বীকার করেছেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু।
মহানগর পুলিশের উপকমিশনার বিজয় বসাক সমকালকে বলেন, আদিত্যের পায়ে ছুরিকাঘাত করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে তাকে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।
তবে চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু সমকালকে বলেন, সিটি নির্বাচন উপলক্ষে দুই নম্বর গেট এলাকার একটি কনভেনশন সেন্টারে মহানগর যুবলীগের প্রতিনিধি সভা ছিল। সভা শেষে মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলে বহু নেতাকর্মী থাকায় হুড়াহুড়ি হয়। এতে সড়কের পাশের নালায় হোঁচট খেয়ে পড়ে আহত হয়েছেন আদিত্য। কোনো ছুরিকাঘাতের ঘটনা ঘটেনি।
যুবলীগের একাধিক নেতা জানিয়েছেন, মিছিলে কয়েকজনের সঙ্গে আদিত্যের বাগ্বিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের একজন আদিত্যকে ছুরিকাঘাত করে। আঘাতকারীকে চিহ্নিত করা যায়নি। এ ব্যাপারে জানতে আদিত্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
- বিষয় :
- চট্টগ্রাম
- যুবলীগ
- ছুরিকাঘাতে আহত
- ছুরিকাহত