ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

শিবপুরে নার্সকে দলবেঁধে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

শিবপুরে নার্সকে দলবেঁধে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার মনির -সমকাল

শিবপুর (নরসিংদী) সংবাদদাতা

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২১ | ১০:১৩

নরসিংদীর শিবপুরে এক নার্সকে (২০) দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার আশুতিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় বুধবার রাতে দু'জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত দু'জনকে আসামি করে শিবপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন নির্যাতিত তরুণীর বাবা।

এঘটনায় বৃহস্পতিবার মনির ভূইয়া (২০) নামে এক যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার চক্রধা ইউনিয়নের মজলিশপুর গ্রামের মতিন কমান্ডারের। মামলায় অভিযুক্ত আরেকজন একই গ্রামের তারা ভূইয়ার ছেলে হারুন ভূইয়া (২০)।

ভুক্তভোগির পরিবার ও পুলিশ জানিয়েছে, মামলার বাদীর দুই মেয়ে। বড় মেয়ে নরসিংদীর একটি বেসরকারি হাসপাতালে নার্সের চাকরি করেন ও ছোট মেয়ে বাড়িতে থাকেন। আট মাস আগে বড় মেয়ের বিয়ে হয়। চাকরির সুবাধে বড় মেয়ে নরসিংদীতেই থাকেন। গত মঙ্গলবার সকালে বাদীর ছোট মেয়ে পাশের গ্রামে তার এক নিকটাত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। ওই দিন সন্ধ্যায় অভিযুক্ত হারুন ভূইয়া তার ব্যবহৃত মুঠোফোন থেকে নার্সকে ফোন করে জানান, তার ছোট বোনকে নিয়ে একটু ঝামেলা হয়েছে, তিনি যেন দ্রুত আসে। ওই সময় ছোট বোনের নম্বরে বেশ কয়েকবার ফোন করে যোগাযোগে ব্যর্থ হয়ে রাতেই মজলিশপুরের উদ্দেশ্যে রওনা হয়ে রাত পৌনে ১০টায় পৌঁছান। ওই সময় অপর অভিযুক্ত মনির ভূইয়া ছোট বোনের কাছে নিয়ে যাওয়ার কথা বলে আশুতিয়া এলাকার মুধুর ভিটা নামক স্থানে রবিউল্লার কলাবাগানে নিয়ে যায় তাকে। সেখানে যাওয়ার পর অভিযুক্ত হারুন, মনির ও অজ্ঞাত দু'জন তাকে পালাক্রমে ধর্ষণ করেন। পরে অজ্ঞাত দু'জন চলে গেলে অভিযুক্ত হারুন ও মনির ওই নার্সের আত্মীয়কে ফোনে জানান, ওই নার্স অসুস্থ অবস্থায় কলাবাগানে পড়ে আছেন। খবর পেয়ে তার ওই আত্মীয় ও ছোট বোন দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এঘটনায় ওই নার্সের বাবা বাদী হয়ে বুধবার রাতে মামলা দায়ের করেন। 

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, মামলা দায়েরের পর মনির ভূইয়া নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষনের ঘটনায় নিজের সম্পৃক্তার কথা স্বীকার করেছেন তিনি। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন

×