পুলিশের হাত থেকে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিল গ্রামবাসী

বগুড়া ব্যুরো
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২১ | ০৯:২৪
বগুড়ার শিবগঞ্জ থানার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আনিস ও এএসআই মিজান সোমবার সন্ধ্যায় ঝিনারপাড়া গ্রামে যান। তারা গ্রামের সেকেন্দার আলীর ছেলে আবুল কালামকে আটক করে হ্যান্ডকাফ পরান। এ সময় তার পরিবারের লোকজন আটকের কারণ জানতে চান।
পুলিশ তাদের জানায়, আবুল কালামের কাছে ফেনসিডিল পাওয়া গেছে। তবে সেই ফেনসিডিল দেখাতে না পারায় গ্রামের লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়।
এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো- সুলতান মাহমুদ, এরশাদ আলী, শিপন, মালেকা বেগম ও শেফালী বেগম।
আবুল কালামের স্ত্রী ফাতেমা বেগম অভিযোগ করেন, পুলিশ তার স্বামীকে গ্রেপ্তার করে পকেটে ফেনসিডিল ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় এলাকাবাসী প্রতিবাদ করে।
স্থানীয়রা জানান, শিবগঞ্জ থানা পুলিশ সোনাতলা থানা এলাকায় প্রবেশ করে কোনো মামলা ছাড়াই আবুল কালামকে মাদক ব্যবসার অভিযোগে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তার স্বজনরা বাধা দেন এবং ছিনিয়ে নেন।
শিবগঞ্জ থানার ওসি এস এম বদিউজ্জামান দাবি করেন, আবুল কালাম মাদক ব্যবসায়ী। তার বাড়ি সোনাতলা থানায় হলেও শিবগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। আসামির স্বজনরা পুলিশকে মারধর করে তাকে ছিনিয়ে নেয়। আবুল কালামের বিরুদ্ধে মামলা আছে জানিয়ে ওসি আরও জানান, তাদের হামলায় এসআই আনিস ও এএসআই মিজান আহত হন।
এ ঘটনায় এসআই আনিস মামলা করেছেন। সে মামলায় রাতেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
- বিষয় :
- বগুড়া
- আটক ব্যক্তি
- গ্রামবাসী
- ছিনিয়ে নেওয়া