ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

প্রেমিকার মুখ বেঁধে বন্ধুদের নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রেমিকার মুখ বেঁধে বন্ধুদের নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ৩

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২১ | ০৩:০৮

নড়াইলের কালিয়ায় স্কুলছাত্রী প্রেমিকাকে ক্ষেতের মধ্যে ডেকে নিয়ে মুখ বেঁধে বন্ধুদের নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার উথলী গ্রামে এ ঘটনা ঘটেছে। 

নির্যাতনের শিকার ওই ছাত্রীকে প্রথমে কালিয়া হাসপাতালে ও পরে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ওই প্রেমিক ও তার দুই বন্ধুকে গ্রেপ্তার করেছে। শুক্রবার সকালে কালিয়া থানায় ৮ জনকে আসামি একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণীর ওই ছাত্রীর  সঙ্গে এই গ্রামের ইউছুফ শেখের ছেলে মিশান শেখের কিছু দিন আগে প্রেমের সম্পর্ক হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ফোন করে বাড়ির পাশের মাঠের মধ্যে ডেকে নিয়ে যায়। এরপর মুখবেঁধে কলাই ক্ষেতের মধ্যে বন্ধুদের নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। নির্যাতনের শিকার ওই স্কুলছাত্রীকে পরিবারের লোকজন পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে এবং কালিয়া থানায় বিষয়টি জানায়। এরপর পুলিশ রাতে অভিযান চালিয়ে মিশান শেখ (১৮), একই গ্রামের রবিউল শিকদারের ছেলে বাপ্পি শিকদার (১৯) ও মিজান শেখের ছেলে মো. নাইম শেখকে (১৮) আটক করে। 

কালিয়া থানার ওসি শেখ কনি মিয়া বলেন, এ ঘটনায় ধর্ষণের শিকার স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ৫ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা আরও তিন জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আটক তিন জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

×