চট্টগ্রামে পোশাক শ্রমিককে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২১ | ০৫:১৬ | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২১ | ০৫:২৬
চট্টগ্রামে এক পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- জামাল হোসেন, মো. মানিক ও মনির হোসেন।
পুলিশের দাবি, গ্রেপ্তার তিনজনই ছিঁচকে চোর ও মাদকাসক্ত। শুক্রবার রাতে নগরের বন্দর থানার কাস্টমস ব্রিজ এলাকায় ধর্ষণের শিকার হন ২১ বছর বয়সী ওই পোশাক শ্রমিক।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, শুক্রবার রাতে ধর্ষণের শিকার ওই পোশাক শ্রমিক তার স্বামীর জন্য একটি দোকান দেখতে ওই এলাকায় যায়। কাস্টমস ব্রিজ এলাকায় গেলে সেখান থেকে ওই তরুণীকে জোর করে পাশের ছাপড়া ঘরে নিয়ে ধর্ষণ করা হয়। পরে ওই তরুণী থানায় এসে একটি মামলা করেন এবং তার অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়।