ফেনীতে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ফেনী
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২১ | ০৫:০৫
ফেনীর পরশুরামের সিএনজি চালক কালা মিয়া হত্যা মামলার রায়ে আদালত ৩ আসামিকে মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন। সোমবার ফেনী জেলা ও দায়রা জজ ড. জেবুন্নেছা বেগম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত অসামিরা হলেন-হুমায়ুন হাছান রাকীব, আবদুর রহমান মানিক ও আবু তৈয়ব বাবলু। এদের মধ্যে আসামি আবদুর রহমান মানিক আদালয়ে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক। মামলা থেকে ১৬ আসামিকে খালাস দেয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৮ নভেম্বর সন্ধ্যায় ফেনীর পরশুরাম থেকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ফুলগাজীর মুন্সিরহাটের দিকে যাচ্ছিলেন সিএনজি চালক মুলকত আহাম্মদ কালা মিয়া। তিনি ওই সিএনজির মালিকও ছিল। তার বাড়ি পরশুরামের সাহেব নগর গ্রামে। পথের কোনো স্থান থেকে সিএনজিটি চালকসহ অপহরণ করে একদল দস্যু। সিএনজিটি লুট করে সিএনজি চালক মুলকতকে হত্যা করা হয়। রাত ৩টার দিকে ফুলগাজীর জগতপুর রোডের টুক্কু মিয়ার পুলের উপর থেকে মুলকতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের বড় ভাই ফখরুল আহাম্মদ মজুমদার ফুলগাজী থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ওই থানার তৎকালীন ওসি সৈয়দুল মোস্তফা ২০১১ সালের ২৮ মে আদালতে ২০ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। তাতে বলা হয়, অটোরিকশা ছিনতাইয়ের জন্যই তাকে হত্যা করেন আসামিরা। ২০১২ সালের ২৫ জুলাই অভিযোগ গঠন করে বিচার কাজ শুরু হয়।
ফেনীর পিপি হাফেজ আহাম্মদ জানান, দীর্ঘ ১০ বছর পর কালা মিয়া হত্যার মামলার রায় ঘোষণা করেছেন আদালত। মামলায় ১৫ জন সাক্ষ্যপ্রদান করেন। রায়ে আদালত ২০ আসামির মধ্যে ৪ জনকে অভিযুক্ত করে রায় ঘোষণা করেছেন। এদের মধ্যে ৩ জনের বিরুদ্ধে ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন। আসামিদের প্রত্যককে ৪০ হাজার টাকা করে জরিমানার আদেশও দেয়া হয়। বাকি ১৬ আসামির বিরুদ্ধে দায়ের করা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আদালত খালাস প্রদান করেছেন।
- বিষয় :
- মৃত্যুদণ্ড
- ফেনী