এক ব্যানারেই সব দলের ৪০ প্রার্থীর প্রচার

আহমেদ কুতুব, চট্টগ্রাম
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২১ | ১০:১৮
প্রথমবারের মতো এক ব্যানারে আওয়ামীপন্থি, বিএনপিপন্থি ও দলনিরপেক্ষ ৪০ প্রার্থীর ছবিসহ নির্বাচনী প্রচার চালানোর ব্যতিক্রমী নজির গড়ল চট্টগ্রামের আইনজীবী সমাজ। দলাদলির ঊর্ধ্বে গড়ে উঠল সম্প্রীতির অটুট বন্ধন। দলাদলি, নোংরামি, কাদা ছোড়াছুড়ি, হাঙ্গামার বদলে এবার একটি অন্য রকম নির্বাচন উপহার দিতে যাচ্ছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। চার হাজার ৩৬০ আইনজীবী আজ বুধবার ভোট দিয়ে নির্বাচন করবেন সমিতির ১৯ পদের নেতা।
নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মুজিবুর রহমান খান বলেন, ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কমিশনের উদ্যোগে সবাইকে নিয়ে পরিচিতি সভাও করা হয়েছে। একটি সম্প্রীতির নির্বাচন উপহার দিতে সব দল ও মতের প্রার্থীদের একটি ব্যানারে ছবিসহ প্রচার চালানো হয়েছে। স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সবাই আমরা একাট্টা।
জেলা আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আবুল হোসেন জিয়া উদ্দিন বলেন, সমিতির বর্তমান কমিটি থেকে নির্বাচন কমিশনকে সব রকম সহযোগিতা দেওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আইনজীবীরা নিরপেক্ষ ভোট করতে সর্বাত্মক চেষ্টা করছেন।
আওয়ামীপন্থি চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, আইনজীবী সমিতির উন্নয়নে প্রধানমন্ত্রী সব সময় পাশে আছেন। অতীতে তিনি কোটি কোটি টাকা অনুদান দিয়েছেন। কল্যাণমূলক কাজে সব সময় পাশে রয়েছেন মন্ত্রীরাও। আমরা আশাবাদী, উন্নয়ন ও সম্প্রীতির ধারা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্যানেলকে ভোট দিয়ে ভোটাররা জয়যুক্ত করবেন।
বিএনপিপন্থি চট্টগ্রাম মহানগর সাবেক পিপি অ্যাডভোকেট আবদুস সাত্তার বলেন, সরকার সারাদেশে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। বহু আইনজীবী মামলায় আক্রান্ত। তাই তারা বিএনপিপন্থি প্যানেলকে বিজয়ী করে সরকারকে একটি বার্তা দেবে এ নির্বাচনে।
আগামীকাল বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির ১৯টি পদের জন্য একটানা ভোট চলবে। দুটি পূর্ণাঙ্গ প্যানেল ও দুটি বিচ্ছিন্ন ধারা থেকে ৪০ প্রার্থী অংশ নিচ্ছেন এ নির্বাচনে। আওয়ামীপন্থি সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ পূর্ণ প্যানেলে নির্বাচন করছে। এ ছাড়া সমমনা আইনজীবী সংসদ ও সাধারণ আইনজীবী কল্যাণ পরিষদ মাত্র একটি করে পদে প্রার্থী দিয়েছে।
আওয়ামীপন্থি সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সভাপতি পদে অ্যাডভোকেট আবু মোহাম্মদ হাশেম, সিনিয়র সহ-সভাপতি পদে সেকান্দার চৌধুরী, সহসভাপতি পদে আলী আশরাফ চৌধুরী, সাধারণ সম্পাদক পদে আবুল হোসেন মোহাম্মদ জিয়া উদ্দিন, সহ-সম্পাদক পদে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক পদে এস এম অহিদুল্লাহ, পাঠাগার সম্পাদক পদে মোহাম্মদ নজরুল ইসলাম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ মনজুরুল আজম চৌধুরী এবং তথ্য ও প্রযুক্তি পদে হাদী মো. হাম্মাদ উল্লাহ নির্বাচন করছেন।
বিএনপি-জামায়াতপন্থি আইনজীবী ঐক্য পরিষদ থেকে সভাপতি পদে অ্যাডভোকেট এনামুল হক, সিনিয়র সহসভাপতি পদে সৈয়দ আনোয়ার হোসেন, সহসভাপতি পদে মুহাম্মদ আবু তাহের, সাধারণ সম্পাদক পদে মো. সিরাজুল ইসলাম চৌধুরী, সহ-সম্পাদক পদে এরশাদুর রহমান রিটু, অর্থ সম্পাদক পদে ইমতিয়াজ আহাম্মদ জিয়া, পাঠাগার সম্পাদক পদে রবিউল হোসেন নয়ন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে নাজমুল হাসান সিদ্দিকী এবং তথ্য ও প্রযুক্তি পদে মাহমুদ উল আলম চৌধুরী (মারুফ) নির্বাচন করছেন। এ ছাড়া সমমনা সংসদ থেকে একমাত্র সাধারণ সম্পাদক পদে লড়ছেন তৌহিদুল মুনির টিপু। আর সহ-সম্পাদক পদে সাধারণ আইনজীবী কল্যাণ পরিষদ থেকে লড়ছেন গাজী মো. সাদেকুল আলম।
১০টি নির্বাহী সদস্য পদে সমন্বয় পরিষদ প্যানেল থেকে অ্যাডভোকেট আবু নাসের রায়হান, ফাতেমা নার্গিস, গাজী মো. শওকত হোসাইন, কাজী শোয়াইব উর রশিদ সিদ্দিকি, খাইরুন নেছা, মোমেনুর রহমান, রহিম উদ্দিন, সাহেদা বেগম, এস এম আরমান মহিউদ্দিন ও জোহরা সুলতানা মুনিয়া নির্বাচন করছেন। ঐক্য পরিষদ প্যানেল থেকে ভোটে লড়ছেন অ্যাডভোকেট আবদুল সবুর, গাজী মোহাম্মদ আইয়ুব খাঁন, মারুফ মো. নাজেবুল আলম, আবদুল হালিম, আবদুল্লাহ আল মামুন, আবদুল্লাহ আল নোমান, আকতার হোসাইন, সরোয়ান হোসাইন লাভলু, নুর কামাল ও শামসুদ্দোহা মাহতাব হাসান পাভেল।