কুমিল্লায় ২৬ কেজি গাঁজাসহ দুই ভাই আটক

কুমিল্লা সংবাদদাতা
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২১ | ০৬:৪৭
কুমিল্লা সদর উপজেলায় থেকে ২৬ কেজি গাঁজাসহ দুই ভাইকে আটক করেছে র্যাব। তারা সদর উপজেলার কোর্টেরশহর গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে ইউসুফ মিয়া ও স্বপন মিয়া।
বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, তারা দুই ভাই দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছিল। অবশেষ র্যাব সদস্যরা তাদের হাতে-নাতে আটক করেছেন।
তিনি জানান, কুমিল্লা সদরের আমড়াতলী এলাকায় মঙ্গলবার গভীর রাতে অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় মাদক ব্যবসায়ী ওই দুই ভাইকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
- বিষয় :
- গাঁজাসহ আটক
- দুই ভাই
- কুমিল্লা সদর