ব্রহ্মপুত্র তীরে বসন্তের কবিতা পাঠ

ব্রহ্মপুত্রের তীরে কবিতা পাঠ করছেন সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক কবি মুস্তাফিজ শফি- সমকাল
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২১ | ১২:৪০
বসন্তের সন্ধ্যায় ব্রহ্মপুত্রের তীরে উছলে উঠল কবিতার কল্লোল। নদের ধারে আকাশকে সামিয়ানা করে বসা আসরে পদাবলির ছন্দ-ঝংকার শ্রোতাদের হৃদয়ে ছড়িয়ে দিয়ে গেল মোহমুগ্ধতা। একে একে পাঁচ কবির স্বরচিত কবিতা পাঠের মাঝে মাঝে চলল আলাপন। চারদিকে হাসনাহেনার সৌরভে প্রকৃতি তখন যেন মোহনীয়। কাব্য-ছন্দের মনোরম দোলার মতো ঝরাপাতা এসে পড়ছিল মঞ্চের ওপর। ছলছল নদের কোমল হাওয়া পরশ দিয়ে গেল আসরে। এ যেন প্রকৃতির রূপ-রসের সঙ্গে কবিতার আলিঙ্গন।
ময়মনসিংহের অনসাম্বল থিয়েটার মুক্তমঞ্চে শুক্রবার সন্ধ্যায় বসেছিল বসন্তের কবিতা পাঠের আসর। থিয়েটারের সভাপতি আবুল মুনসুরের সঞ্চালনায় কবিতা পড়েন সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক কবি মুস্তাফিজ শফি, কবি আলফ্রেড খোকন, কবি রোকসানা আফরিন, কবি নিহার লিখন ও কবি জহির খান।
মুস্তাফিজ শফির লেখা ‘বসন্তের সন্ধ্যায় মহাকাব্যের বিষণ্ণতা’ কবিতাটি আবৃত্তি করেন কবি ইজাজ আহ্মেদ মিলন। আসরে আরও কবিতা পড়েন কবি রওশন ঝুনু।

মুস্তাফিজ শফি বলেন, কবিতা আমার একান্ত বিষয়। নিজের জন্যই কবিতা লিখি। আমি মনে করি কবিরা ঈশ্বরপ্রেরিত। কবিতা স্বর্গ থেকে আসে। কবিতা ইচ্ছে করলেই যে কেউ লিখতে পারে না। সব সৃষ্টিশীল কাজের মধ্যে কবিতা থাকে। যারা কবিতার সঙ্গে থাকেন, তারা খুব পরিশীলিত মনের মানুষ হয়ে থাকেন।
তিনি আরও বলেন, জীবদ্দশায় হাছন রাজাও গুরুত্ব পাননি। তবে এখন এসে হাছন রাজাকে আমরা অন্যদের মাঝে আরও ছড়িয়ে দিচ্ছি। কথাটি বলার কারণ- কবিতার শহর, লেখকের শহর, শিল্পীর শহর ময়মনসিংহে কবিতা পড়তে এসেছি। এখানে একটি কথা উঠে এসেছে- সৃষ্টিশীল কাজ করতে গিয়েও নানা রকম বাধার মধ্যে পড়তে হচ্ছে। তার মধ্যেই মাদকের আখড়াকে সংস্কৃতি চর্চার জায়গা করেছে অনসাম্বল থিয়েটার। ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়রের প্রতি আহ্বান জানাই, ব্রহ্মপুত্র নদের সঙ্গে সাহিত্য, শিল্প জড়িয়ে রয়েছে; ব্রহ্মপুত্র তীরকে যেন সংস্কৃতিজনদের ব্যবহার করার সুযোগ দেওয়া হয়।
কবিতা পাঠের মাঝে মাঝে কবিরা বিভিন্ন বিষয়ে আলোচনা ও স্মৃতিচারণ করেন। তাদের কাব্য-আলাপন মুগ্ধ হয়ে শোনেন শ্রোতারা। কবিতা পাঠের পর কবিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনসাম্বল থিয়েটার মূলত নাটক নিয়ে কাজ করলেও প্রথমবারের মতো তারা কবিতা পাঠের আসর করল। এর মধ্য দিয়ে নতুন এক ভালোলাগার সূচনা হয়েছে বলে জানান সংগঠনটির সভাপতি আবুল মুনসুর। ব্রহ্মপুত্র তীরে কবিতা পড়ার এ ধারা বহমান রাখতে চান তিনি।
অনুষ্ঠান শেষে থিয়েটারের উপদেষ্টা ইব্রাহিম খলিল বলেন, কবিদের নিয়ে এ আয়োজন করে আমরা মুগ্ধ। শ্রোতারা আন্দোলিত। আগামীতে এ ধারা ধরে রাখা হবে।
- বিষয় :
- কবিতা পাঠ
- মুস্তাফিজ শফি
- কবিতা আবৃত্তি
- কবিতা
- কবি