পশুর নদীতে ফের কয়লাবোঝাই জাহাজডুবি

পশুর নদী- ফাইল ছবি
খুলনা ব্যুরো ও মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২১ | ০৯:২৯
মোংলার পশুর নদীতে কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে রোববার বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শুরু হয়নি উদ্ধার কাজও। এর আগেও একাধিকবার নদীটিতে কয়লা, রাসায়নিক সারসহ বিভিন্ন পণ্যবাহী জাহাজডুবির ঘটনা ঘটেছে।
ডুবে যাওয়া জাহাজের মাস্টার ওসমান আলী জানান, মোংলা বন্দরের হাড়বাড়িয়ার ৭ নম্বর অ্যাংকরেজে থাকা বিদেশি জাহাজ এমভি জসকো থেকে শনিবার প্রায় ৭০০ টন কয়লা বোঝাই করে কার্গো জাহাজ এমভি বিবি-১১৪৮। এর পর রাতে জাহাজটি যশোরের নওয়াপাড়ার উদ্দেশে ছেড়ে যায়। পথে রাত ১১টার দিকে পশুর নদীর বানীশান্তা ও কানাইনগর এলাকায় পৌঁছলে তলা ফেটে কার্গোটি ডুবে যায়। এ সময় জাহাজটির মাস্টারসহ ১০ স্টাফ ও এক নিরাপত্তা কর্মী সাঁতরিয়ে তীরে উঠে যান।
জাহাজটির উদ্ধার কাজ শুরু না হলেও ঘটনাস্থলে মার্কিংয়ের কার্যক্রম শুরুর কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তবে কার্গোটি পশুর চ্যানেলের মূল চ্যানেলের বাইরে ডুবে যাওয়ায় নৌযান চলাচলের চ্যানেলটি নিরাপদ থাকার কথা জানিয়েছেন বন্দরের হারবার মাস্টার কমান্ডার ফখর উদ্দিন।
- বিষয় :
- মোংলা
- পশুর নদী
- কার্গো জাহাজ
- জাহাজডুবি