শাবিপ্রবির প্রতি আসনে লড়বেন ৪৪ ভর্তিচ্ছু

ফাইল ছবি
শাবি প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০১৯ | ০৬:৪৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৪ পরীক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের 'এ' এবং 'বি' ইউনিটের এক হাজার ৬০৩টি আসনের বিপরীতে এ বছর আবেদন করেছেন ৭০ হাজার ৩৫১ শিক্ষার্থী। এর মধ্যে এ-ইউনিটের ৬১৩টি আসনের বিপরীতে ২৬ হাজার ৯৪৫ শিক্ষার্থী এবং বি-ইউনিটের ৯৯০টি আসনের বিপরীতে ৪৩ হাজার ৪০০ শিক্ষার্থীর আবেদন জমা পড়েছে। এ ছাড়া ১০০টি আসন মুক্তিযোদ্ধার সন্তান, আদিবাসী, পোষ্য, বিকেএসপি, প্রতিবন্ধী ও চা শ্রমিক সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীরা আগামী ১০ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। আগামী ২৬ অক্টোবর সকাল সাড়ে ৯টায় এ-ইউনিট এবং দুপুর আড়াইটায় বি-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তিসংক্রান্ত তথ্যের জন্য +৮৮০১৫ ৫৫ ৫৫৫ ০০২-০০৪ নম্বরে যোগাযোগ করা যাবে।