উস্কানিমূলক বক্তব্য: ওয়াসেক বিল্লাহ রিমান্ডে

ওয়াসেক বিল্লাহ নোমানী নামের এক ধর্মীয় বক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ- সমকাল
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০২১ | ০৮:৪৯ | আপডেট: ১২ এপ্রিল ২০২১ | ০৮:৫৩
রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ময়মনসিংহে ওয়াসেক বিল্লাহ নোমানী নামের এক ধর্মীয় বক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ও ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দুটি মামলা হয়েছে।
এ দুই মামলায় সোমবার ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালতের বিচারক ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম রওশন জাহান এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সম্প্রতি একটি মাহফিলে ওয়াসেক বিল্লাহ নোমানীর দেওয়া উস্কানিমূলক ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে সাংবাদিকদের হত্যার হুমকি দিতেও দেখা যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পরিপ্রেক্ষিতে গত শনিবার রাতে নগরীর সানকিপাড়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ময়মনসিংহ গোয়েন্দা ও কোতোয়ালি মডেল থানা পুলিশের যৌথ টিম।
নোমানীর গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলায়। ২০১২ সালে হিন্দু থেকে ধর্মান্তরিত হয়ে মুসলিম হন তিনি। ময়মনসিংহের আনন্দমোহন কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করা নোমানী সানকিপাড়ার ফজলুল হক মারকাযুল উলুম মাদ্রাসার শিক্ষক। তিনি খাইরুল উম্মাহ নামে একটি সমাজসেবী সংগঠনের ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।
নোমানীর বিরুদ্ধে সোমবার কোতোয়ালি মডেল থানায় রফিকুল ইসলাম শাহীন নামের এক ব্যক্তি অভিযোগ দিলে পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নথিভুক্ত করে। সন্ত্রাসবিরোধী আইনেও পৃথক একটি মামলা হয়। থানার এসআই মাহবুব বাদী হয়ে ওই মামলা করেন।
ময়মনসিংহের পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, হেফাজতে ইসলামের সঙ্গে ওই বক্তার সম্পৃক্ততা আছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে আক্রমণাত্মক ও বিদ্রুপমূলক ওই বক্তব্য ফেসবুক আইডি দিয়ে প্রচার করেন তিনি। সন্ত্রাসী কার্যক্রমেও তিনি অন্যদের প্ররোচিত করেছেন।