ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

চট্টগ্রামে গ্রেপ্তারের পর নিজেদের যুবলীগ কর্মী দাবি ৬ চাঁদাবাজের

চট্টগ্রামে গ্রেপ্তারের পর নিজেদের যুবলীগ কর্মী দাবি ৬ চাঁদাবাজের

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২১ | ০৬:২২

চট্টগ্রামে ছয়জন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ বিদ্যুৎ ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ছয়জন হলেন-মো. ইকবাল, শাহানুর শাহীন, মো. ওসমান গনি দুলু, মো. নুরুল কবির, মো. নুরুল আফসার টিপু ও মো. তৌহিদুল আলম। গ্রেপ্তারের পর তারা নিজেদের যুবলীগ কর্মী দাবি করলেও খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে নগর বা ওয়ার্ড পর্যায়ে কোনো পদে নেই তারা।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তালিকাভুক্ত ঠিকাদার মো. বশির উদ্দিনের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। সোমবারও দুই লাখ টাকা চাঁদা দাবি করতে আগ্রাবাদ বিদ্যুৎ ভবনের ষষ্ঠ তলায় যায়। সেখান থেকে তাদেরকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

×