ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

কক্সবাজারে হোটেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার

কক্সবাজারে হোটেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

কক্সবাজার অফিস

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২১ | ০৯:১৭

কক্সবাজার সৈকতের কলাতলী এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

শুক্রবার বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তরুণীর ব্যাগ থেকে একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। তার নাম ছেনুয়ারা (২১)। বাবা হাসান। বাড়ি চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানার চকবাজার আরাকান সড়কে।

পুলিশ হোটেলকক্ষের ভাড়াটিয়া মোতাহার হোসেনকে আটক করেছে। কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দে সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন।

লকডাউন এবং করোনা সংক্রমণরোধে ১ এপ্রিল থেকে সমুদ্র সৈকতে পর্যটকের সমাগম নিষিদ্ধ করে জেলা প্রশাসন। পর্যটক না থাকায় পরের দিন থেকে সৈকত এলাকার পাঁচ শতাধিক হোটেল, মোটেল, গেস্টহাউস ও কটেজ বন্ধ রয়েছে। এরমধ্যে মিলল তরুণীর মরদেহ।

ময়নাতদন্তের জন্য তরুণীর মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে এলেই বলা যাবে, এটা আত্মহত্যা না-কি ধর্ষণের পর হত্যা।

আরও পড়ুন

×