টেকনাফে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মোটরসাইকেল জব্দ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৪ মে ২০২১ | ০৩:৪০
কক্সবাজারের টেকনাফে মোটরসাইকেল যোগে পাচারকালে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে টেকনাফ পৌরসভা স্টেশনের নাফ ভিউ পাম্পের সামনে থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এসময় পাচারকাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে এসব তথ্য নিশ্চত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাফিজুর রহমান বলেন, সোমবার রাতে মোটরসাইকেল যোগে একটি মাদক চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ট্রাফিক পুলিশ জোনের টিআই পরিদর্শক ফারুক আল মামুন ভূইয়া'র নেতৃত্বে পুলিশের একটি দল পৌরসভার নাফ ভিউ পাম্পের সামনে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা মোটরসাইকেল এবং একটি পলিথিন ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পলিথিন মোড়ানো ১০ হাজার ইয়াবা, একটি মোবাইল এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়।
ওসি আরও বলেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় কায়ছার, তৌসিফসহ তিনজন পলাতক আসামির বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
অভিযান পরিচানাকারী টিআই পরিদর্শক ফারুক আল মামুন জানান, সড়কে যানজট নিরসনের পাশাপাশি মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
- বিষয় :
- ইয়াবা উদ্ধার
- ইয়াবা পাচার