ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

জৈন্তাপুর সীমান্তে মিলল বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ

জৈন্তাপুর সীমান্তে মিলল বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৪ মে ২০২১ | ০৫:৪৯ | আপডেট: ০৪ মে ২০২১ | ০৫:৫০

সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে মকবুল আলী (২৮) নামের এক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত হয়েছেন মকবুল।

মঙ্গলবার বিকেলে সীমান্তের মিনাটিলা এলাকার কাটাল বাড়ি নামক স্থান থেকে লাশটি উদ্ধার করে জৈন্তাপুর থানা পুলিশ। নিহত মকবুল আলী সীমান্তের কেন্দ্রী ঝিঙ্গাবাড়ি গ্রামের জামাল মিয়ার ছেলে। 

স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে মকবুলকে গুলি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে জিরো লাইনে তার লাশ ফেলে যায় খাসিয়ারা। সকালে স্থানীয়রা লাশটি দেখে মিনাটিলা বিজিবি ক্যাম্পে খবর দেন। বিকেলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেক হাসপাতাল মর্গে পাঠায়।

জৈন্তাপুর মডেল থানার ওসি গোলাম দস্তগীর সমকালকে বলেন, ভারতীয় খাসিয়াদের গুলিতে মকবুল নিহত হয়েছেন বলে শুনেছি। সীমান্ত এলাকা জিরো লাইন থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। 

আরও পড়ুন

×