ছাত্রদলকে ছাত্রলীগের ধাওয়া, ককটেল বিস্ফোরণ

ফাইল ছবি
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০১৯ | ০৭:১১ | আপডেট: ০১ অক্টোবর ২০১৯ | ০৭:১৪
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে মঙ্গলবার ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া দিয়েছে ছাত্রলীগ। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ছাত্রদল বলছে, ছাত্রলীগ তাদের ওপর হামলা করেছে। ছাত্রলীগের ধাওয়া ও ককটেল বিস্ফোরণে তাদের দুই কর্মী আহত হয়েছেন। তবে ছাত্রলীগের দাবী, ছাত্রদল কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ভীতি সৃষ্টি করেছে। পরে সাধারাণ শিক্ষার্থীদের নিয়ে ছাত্রলীগ তাদের ধাওয়া করে ক্যাম্পাস থেকে বের করে দেয়।
জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম দাবি করেন, মঙ্গলবার ছাত্রদলের নেতাকর্মীরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে অনার্স প্রথম বর্ষের ওরিয়েন্টশন ক্লাস চলাকালে শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে শুভেচ্ছা জানাতে যায়। এ সময় ছাত্রলীগের একটি গ্রুপ কলেজ ক্যাম্পাসে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তাদের ওপর হামলা চালায়। ছাত্রলীগের হামলায় রিমন ও রুমন নামে ছাত্রদলের দুই কর্মী আহত হন। কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলামকে তার দীর্ঘ সময় আটকে রাখে ছাত্রলীগ।
অন্যদিকে কলেজ ছাত্রলীগের সভাপতি রাব্বি বলেন, ছাত্রদলের অভিযোগ সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট। কলেজের অনার্স প্রথম বর্ষের ওরিয়েন্টশন ক্লাস চলাকালে ছাত্রলীগ নেতাকর্মীরা নবাগত শিক্ষার্থীদের ক্লাসে-ক্লাসে গিয়ে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করছিল। এ সময় ছাত্রদলের ২০-২৫ জন ক্যাম্পাসে প্রবেশ করে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছিলো। পরে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ছাত্রলীগ তাদের ধাওয়া করে ক্যাম্পাস থেকে বের করে দেয়।
সদর থানার ওসি অপারেশন সাইদুর রহমান বলেন, সোহরাওয়ার্দী কলেজে উত্তেজনার খরব পেয়ে তারা সেখানে গিয়ে পরিবেশ শান্ত দেখেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ামুল করিম লিটু বলেন, ওরিয়েন্টশন ক্লাস চলাকালে তিনি ৪-৫ টি ককটেল জাতীয় বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে কি ঘটেছে তা তিনি জানেন না। কলেজের পরিবেশ শান্ত আছে।