হোটেলে কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত একজনের মৃত্যু

যশোর অফিস
প্রকাশ: ১৬ মে ২০২১ | ০৮:০১
যশোরে ভারতফেরত এক ব্যক্তি হোটেলে কোয়ারেন্টিনে থাকা অবস্থায় মারা গেছেন।
রোববার বেলা সোয়া তিনটার দিকে শহরের বলাকা হোটেলের একটি মৃত্যু হয় তার।
মারা যাওয়া বিমল চন্দ্র দে (৫৬) শরীয়তপুর সদর উপজেলার পালং এলাকার গৌরাঙ্গ চন্দ্র দের ছেলে।
জানা গেছে, ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ভারতে গিয়ে ৮ মে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে দেশে ফেরেন বিমল। তাকে ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছিল।
যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, করোনা নেগেটিভ সনদ নিয়ে তিনি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন। ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
- বিষয় :
- যশোর
- কোয়ারেন্টাইন
- ভারত
- করোনা