ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

৭২ হাজার গাছ লাগাবে বরিশাল নগর আওয়ামী লীগ

৭২ হাজার গাছ লাগাবে বরিশাল নগর আওয়ামী লীগ

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন-সমকাল

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৫ জুন ২০২১ | ০১:৩৯

দলের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীতে ৭২ হাজার গাছের চারা রোপণ করবে বরিশাল মহানগর আওয়ামী লীগ। বৃহস্পতিবার বিকেলে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত নগরীর ত্রিশ গোডাউন এলাকার বধ্যভূমি ও টর্চার সেলে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেছেন সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্। 

প্রধান অতিথির বক্তৃতায় মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে বরিশাল নগরীতে আরও সবুজায়ন করতে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জলবায়ু পরিবর্তন রোধ ও ভবিষ্যত প্রজন্মের জন্য সুন্দর পৃথিবী গড়তে মাসব্যাপী ৭২ হাজার বৃক্ষরোপণ করা হবে। 

এ কর্মসূচির মাধ্যমে ফলদ, বনজ ও ওষুধিসহ নানা প্রজাতির গাছ লাগানো হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। সবুজ বরিশাল গড়তে নগরীর প্রতিটি বাড়ির আঙিনায়, খালি জায়গায় ও ভবনের ছাদে গাছ লাগানোর আহ্বান জানান সিটি মেয়র। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর, সহসভাপতি আনোয়ার হোসেন, বরিশাল সিটি কর্পোরেশরনের প্যানেল মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু, গোলাম সরোয়ার রাজিব প্রমুখ।


আরও পড়ুন

×