ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সিলেট-৩ আসনে উপনির্বাচন

নৌকা প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে উচ্চ আদালতে যাচ্ছেন জাপার আতিক

নৌকা প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে উচ্চ আদালতে যাচ্ছেন জাপার আতিক

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক- সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৭ জুন ২০২১ | ০৯:৫২ | আপডেট: ২৭ জুন ২০২১ | ১০:১৭

সিলেট-৩ আসনে উপনির্বাচনে নৌকার প্রার্থী হাবিবুর রহমানের দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে উচ্চ আদালতে যাবেন জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক। 

রোববার নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি সমকালকে এ কথা বলেন।

আতিকুর রহমান বলেন, যুক্তরাজ্যপ্রবাসী হাবিব পাসপোর্ট সমর্পণ করেছেন গত ১৩ জুন। কিন্তু তা করার কথা ছয় মাস আগে। এ নিয়ে স্থানীয় নির্বাচন কমিশনে অভিযোগ করেছি। কিন্তু আমার সে অভিযোগ খারিজ করা হয়েছে। তাই উচ্চ আদালতে রিট আবেদন করব।

এর আগে তিনি বলেন, উপনির্বাচনের ফল সরকার গঠনে প্রভাব ফেলে না। তাই এ নির্বাচনকে সুষ্ঠু করে ভোটদানে জনগণের আস্থা ফিরিয়ে আনা সরকারের দায়িত্ব।

আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমানকে 'ছোট ভাই' হিসেবে উল্লেখ করে আতিকুর রহমান বলেন, আমি নাকি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছি। আসলে জাপা কাউকে নিয়ে ষড়যন্ত্র করে না। ১৯৭০ সালে জাতির পিতা বঙ্গবন্ধুর গলায় ফুলের মালা দিয়েছি। তখন তার জন্মই হয়নি।

আতিকুর রহমান রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে নিজের ৪১ বছরের কার্যক্রম বর্ণনা করে বলেন, আশির দশক থেকে আমার রাজনীতির শুরু। সুযোগ দিলে আমিও কাজ করব সিলেটের উন্নয়নে, মানুষের স্বার্থে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কুনু মিয়া, কেন্দ্রীয় সদস্য মুজিবুর রহমান মুজিব, জাপা সিলেট মহানগরের সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী আশরাফ, সাবেক সাধারণ সম্পাদক আবদুস সামাদ নজরুল, জেলা জাপার যুগ্ম আহ্বায়ক হুমায়ুন আহমদ, জাপা নেতা আহসান হাবিব নুর, আলতাবুর রহমান আলতাব, বাশির আহমদ, দৌলা আহমদ, মরতুজা আহমদ চৌধুরী, মামুনুর রশিদ মামুন প্রমুখ।

আরও পড়ুন

×