ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত আটক

লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত আটক

ছবি: সমকাল

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯ | ০৫:২৮ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯ | ০৮:০৬

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ভোরে জেলার রায়পুর রাখালিয়া বাজার সংলগ্ন চৌধুরী বাড়ির পেছন থেকে তাদের আটক করা হয়।

আটক তিনজন হলেন- রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের মো. লাভু (২০), বামনী ইউনিয়নের কলাকপা গ্রামের ফয়সাল (১৯) ও সদর উপজেলার ৪নং চর রুহিতা ইউনিয়নের মো. রায়হান (১৯)।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া সমকালকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহল দল বেশকিছু দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে আটক করে। এ সময় তাদের সঙ্গে থাকা আরও ৭/৮ ডাকাত পালিয়ে যায়।

ওসি বলেন, আটক ডাকাতদের কাছ থেকে ৫টি রামদা ও ৬টি ছুরিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় ডাকাতি ও  অস্ত্র আইনে মামলা হয়েছে। পলাতক ডাকাতদের আটকের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×