চট্টগ্রাম কাস্টম হাউসের পরীক্ষাগার ভবনে আগুন

প্রতীকী ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯ | ১০:০১ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯ | ১০:৫৯
চট্টগ্রাম কাস্টম হাউসের রাসায়নিক পরীক্ষাগার ভবনে আগুন লেগেছে। শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার কারণে হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে বন্দর ফায়ার স্টেশন থেকে চারটি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। এর মধ্যে প্রথম দুইটি গাড়ি দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মোরশেদ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
জানা গেছে, রাসায়নিক পরীক্ষাগার ভবনের নিচতলায় কম্পিউটার ও বিভিন্ন নথিপত্রে আগুন লাগে। আগুন লাগার পর বিদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এ সময় ওই ভবনে থাকা বিভিন্ন কম্পিউটার ও নথিপত্র দ্রুত উদ্ধার করে বাইরে নিয়ে আসা হয়। যে ভবনে আগুন লেগেছে সেখানে রাসায়নিক পরীক্ষাগার, ব্যাংকের শাখা, নমুনা শাখা, অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের সার্ভারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগ রয়েছে। আগুনে তেমন ক্ষয়ক্ষতি না হলেও আগুন লাগার ঘটনায় সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বন্ধের দিন হওয়ায় কেউ হতাহত হয়নি।
- বিষয় :
- চট্টগ্রাম
- কাস্টম হাউস
- অগ্নিকাণ্ড