বরিশালে করোনায় ও উপসর্গে আরও ১৯ জনের মৃত্যু

প্রতীকী ছবি
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১৪ জুলাই ২০২১ | ০৩:৫৮ | আপডেট: ১৪ জুলাই ২০২১ | ০৪:০২
বরিশাল বিভাগে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গ নিয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ৫৩৩ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪০ দশমিক ৪২।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় ছয় জেলায় মোট এক হাজার ৩২২ জনের নমুনা পরীক্ষায় ৫৩৩ জন পজিটিভ শনাক্ত হন। এদের মধ্যে পজিটিভ শনাক্ত হয়ে মারা গেছেন ৯ জন। তার মধ্যে বরগুনায় ৪ জন, বরিশালে ৩ জন ও পটুয়াখালীতে ২ জন।
অপরদিকে শেবাচিম হাসপাতালের করোনা সংক্রান্ত তথ্য প্রদানকারী কর্মকর্তা জাকারিয়া খান স্বপন জানান, হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ১১৮ জন পজিটিভ শনাক্ত হন। শনাক্তের হার ৬২ দশমিক ৭৬।
তিনি আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মারা গেছেন মোট ১৩ জন। তার মধ্যে ৩ জন পজিটিভ শনাক্ত এবং অন্যদের উপসর্গ ছিল।
গত কয়েকদিন যাবত আক্রান্তের সংখ্যা ও শনাক্তের হারে বরিশাল জেলা বিভাগের মধ্যে শীর্ষে রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৪১৭ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ২০২ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪৮ দশমিক ৪৪।
প্রায় সমান সংখ্যক ৪৮ দশমিক ৪৭ শনাক্তের হার ঝালকাঠি জেলায়। এ জেলায় ২৬২ নমুনা পরীক্ষায় ১২৭ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। পটুয়াখালী জেলায় শনাক্তের হার ৩৫ দশমিক ৩৪। এ জেলাতে ১৩৩ জনের নমুনা পরীক্ষায় ৪৭ জন পজিটিভ শনাক্ত হয়েছেন।
বরগুনায় ১৯৮ জনের নমুনা পরীক্ষায় ৬৬ জন এবং ভোলায় ১৮৩ জনের নমুনা পরীক্ষায় ৪৩ জন পজিটিভ শনাক্ত হয়েছে। এ দুই জেলাতে শনাক্তের হার যথাক্রমে ৩৩ দশমিক ৩৩ এবং ২৩ দশমিক ৫০।
শেবাচিম হাসপাতাল সুত্রে জানা গেছে, ৩০০ শয্যার এ হাসপাতালে বুধবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিল ২৫৯ জন। তারমধ্যে ৯০ জন পজিটিভ শনাক্ত।