ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৫

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২২ আগস্ট ২০২১ | ০৭:২৯ | আপডেট: ২২ আগস্ট ২০২১ | ০৭:২৯
চট্টগ্রামে পরিবহন ও ফুটপাত থেকে চাঁদাবাজির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাতে নগরের বাকলিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পাঁচজন হলেন-কর্ণফুলী থানার শিকলবাহা গ্রামের মো. ইকবাল, খোয়াজনগর গ্রামের মো. গিয়াস উদ্দিন, চরলক্ষ্যা গ্রামের মো. আবুল কাসেম, পটিয়া থানার কৈয়গ্রামের মো. কায়ছার ও আনোয়ারা থানার পূর্ব বারমাইল গ্রামের উদয়ন মজুমদার।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার জানান, বিভিন্ন শ্রমিক সংগঠন ও স্থানীয় রাজনৈতিক নেতার নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতো তারা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চাঁদার ১১ হাজার ২৩০ টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সিএনজি, টেম্পু ও মালবাহী ট্রাকসহ বিভিন্ন পরিবহনের গতিরোধ করে চাঁদাবাজি করতো তারা। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতার নাম ভাঙ্গিয়ে ভয়ভীতি দেখিয়ে ফুটপাত ও ভাসমান বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকেও চাঁদা আদায় করতো। তাদের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।