ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

মুক্তিযুদ্ধে জিয়ার কোনো বীরত্বগাথা ইতিহাসে নেই: হানিফ

মুক্তিযুদ্ধে জিয়ার কোনো বীরত্বগাথা ইতিহাসে নেই: হানিফ

আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ।ছবি: সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ২২ আগস্ট ২০২১ | ০৯:৩৩ | আপডেট: ২২ আগস্ট ২০২১ | ০৯:৩৩

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ এমপি বলেছেন, একাত্তরে পাকিস্তানের বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের কোনো বীরত্বগাথা ইতিহাসে নেই। বরং পঁচাত্তরের পর ক্ষমতায় এসে দালাল আইন বাতিল করে কুখ্যাত রাজাকার গোলাম আযমকে দেশে রাজনীতি করার সুযোগ করে দিয়ে তিনি যে তাদের দোসর, তা প্রমাণ করেছেন। 

রোববার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পিরোজপুরে একটি কনভেনশন হলে জাতীয় শোক দিবসের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার একাংশ নিয়ে গঠিত সিলেট-৩ আসনে উপনির্বাচনকে সামনে রেখে দু'দিনের সফরে সিলেটে এসেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় পাঁচ নেতা। রোববার সফরের প্রথমদিন দুপুরে দক্ষিণ সুরমায় ও বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে যোগ দেন হানিফসহ কেন্দ্রীয় অন্য নেতারা।

২০০৪ সালের একুশ আগস্ট গ্রেনেড হামলার কথা উল্লেখ করে হানিফ বলেন, স্বাধীনতাবিরোধী চক্র শুধু জাতির পিতাকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, বঙ্গবন্ধু পরিবার নিয়ে তাদের ভয় ছিল, আওয়ামী লীগ দল নিয়ে তাদের ভয় ছিল। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যায় যেভাবে বিএনপি প্রত্যক্ষভাবে জড়িত ছিল, তেমনি শেখ হাসিনাকে হত্যা চেষ্টায়ও খালেদা জিয়ার দল জড়িত। তা না হলে তৎকালীন ক্ষমতাসীন দল বিএনপি ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার করত।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সদস্য আজিজুস সামাদ ডন প্রমুখ।

আরও পড়ুন

×