ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

গজারিয়ায় ভাইয়ের হাতে ভাই খুন

গজারিয়ায় ভাইয়ের হাতে ভাই খুন

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২১ | ২৩:৫৬ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২১ | ০১:০২

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ছোটবসুরচর গ্রামে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্র জানায়, স'মিল ও বালুবাহী বাল্কহেডের ব্যবসার টাকার ভাগের জের ধরে রাতে ওই গ্রামের খলিলুর রহমান সরকারের ছোট ছেলে হৃদয় সরকার তার বড় ভাই মাসুম সরকারকে (৩৮) খুন করেন। বসত বাড়িতেই খুনের ঘটনা ঘটে।

গজারিয়া থানার এসআই মাইনুল হাসান জানান, পুলিশ রাতেই খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে। মামলার প্রক্রিয়া চলছে। 


আরও পড়ুন

×