গোয়ালন্দে যৌনকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২১ | ২৩:৫৮ | আপডেট: ০৮ অক্টোবর ২০২১ | ২৩:৫৮
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার যৌনপল্লী থেকে ঋতু আক্তার (৩০) নামের এক যৌনকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর সমকালকে জানান,শনিবার সকালে ঋতু আক্তারের শয়নকক্ষ থেকে রক্ত গড়িয়ে বাইরে চলে আসলে স্থানীয়রা তার ঘরে গিয়ে তার গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে। পরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থয়ে গিয়ে লাশ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, ‘ঘটনা তদন্তে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।’
নিহত ঋতু আক্তারের মেয়ে সমকালকে জানান, কথিত সাংবাদিক সুজন খন্দকারের বাড়িওয়ালি হিসেবে তার মা ওই বাড়িতে থাকত। গত রাতে সে প্রতিদিনের মত পাশের একটি ঘরে ঘুমিয়ে ছিল। সকল ৮টার দিকে তাকে স্থানীয়রা ডেকে বলে তার মা’কে হত্যা করা হয়েছে। তার মায়ের সাথে কারও কোনো শত্রুতা ছিল না বলে জানান তিনি।
স্থানীয় একাধিক যৌনকর্মী জানায়, ঘটনার রাতেও ঋতুর ঘরে বাড়িওয়ালা সুজন খন্দকার এসেছিল।
- বিষয় :
- যৌনকর্মী
- গোয়ালন্দ উপজেলা
- দৌলতদিয়া
- যৌনপল্লী