অপশক্তি সব মিডিয়ার রাজনীতিতে নেমেছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১ | ১২:১৬ | আপডেট: ১৩ অক্টোবর ২০২১ | ১২:১৬
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, অপশক্তি সব এক হয়ে এখন রাজপথের রাজনীতি ছেড়ে মিডিয়ার রাজনীতিতে নেমেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় বিভ্রান্তি ছড়াচ্ছে। বুধবার রাতে পঞ্চগড় সার্কিট হাউস চত্বরে মুক্তিযোদ্ধা, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীসহ সুধীজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এক হাতে তালি বাজানো যায় না। গণতন্ত্রের লালন বা চর্চা একা একা করা যায় না। আমাদের দুর্ভাগ্য, আমরা সুস্থ ধারার রাজনীতির পরিবেশ বর্তমানে পাচ্ছি না। এটা আমরা চাই না। আমরা চাই সুষ্ঠু রাজনৈতিক ধারা। প্রতিপক্ষ থাকুক। রাজনীতি যদি ভুল-ত্রুটি হয়, সেটা তারা ধরিয়ে দেবে। কিন্তু অনেকেই আছে, যারা মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করতে চায়।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থেকে পরপর চারবার দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন করেছে। তারা এসব কলঙ্ক জাতির কপালে লেপন করেছে। এসময় মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নিতে সব অপশক্তির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান মন্ত্রী।
এ সময় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, পৌর মেয়র জাকিয়া খাতুন, জেলা ছাত্রলীগের সভাপতি নোমান হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।