ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কুমিল্লায় কাউন্সিলর হত্যা: বাড়িঘরে হামলা-আগুন উত্তেজিত জনতার

কুমিল্লায় কাউন্সিলর হত্যা: বাড়িঘরে হামলা-আগুন উত্তেজিত জনতার

কুসিক কাউন্সিলরের মৃত্যুর খবরে বাড়িঘরে হামলা ও আগুন দেয় উত্তেজিত জনতা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২১ | ২৩:০৪ | আপডেট: ২৩ নভেম্বর ২০২১ | ০১:১৩

অফিসে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়ে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. সোহেল (৫২) সহ দুইজনকে হত্যার খবরে উত্তেজিত জনতা এলাকার অন্তত ১৫/২০টি ঘর ভাংচুর করেছে। আগুন দেওয়া হয়েছে কয়েকটি দোকান ও একটি বাড়িতে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে কুসিকের ১৭ নম্বর ওয়ার্ডের নবগ্রাম ও সুজানগর এলাকায় এ ঘটনা ঘটে

পুলিশ জানায়, হাসপাতালে কাউন্সিলর সোহেলসহ দুইজনের মৃত্যুর খবর এলাকায় জানাজানি হওয়ার পর কিছু মানুষ উত্তেজিত হয়ে ১৫/২০টি বাড়িঘরে হামলা ও ভাংচুর চালায়। আগুন দেওয়া হয় নবগ্রাম এলাকার তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বাড়িতে।

স্থানীয়দের অভিযোগ, নবগ্রাম এলাকার শাহ আলম ও তার সহযোগীদের নানা অপকর্মের বিরোধী ছিলেন নিহত কাউন্সিলর সোহেল। তাই এলাকার লোকজন শাহ আলমসহ তার সহযোগীদের বাড়িতে ভাংচুর চালায়। এ সময় তার চাচার ঘরে আগুন দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে জানতে শাহ আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। 

ওই এলাকায় হামলা হতে পারে এমন আশঙ্কায় বিকেলে ঘটনার পর থেকে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। 

কোতয়ালী মডেল থানার ওসি আনওয়ারুল আজিম বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এর আগে, সোমবার বিকেলে কুসিকের ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও তার রাজনৈতিক সহযোগী হরিপদ সাহা গুলিবিদ্ধ হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৮টার  দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন

×