বঙ্গোপসাগর থেকে ১৪ জেলেকে উদ্ধার

নৌবাহিনীর সদস্যদের সঙ্গে উদ্ধার হওয়া জেলেরা।
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২১ | ১১:০০ | আপডেট: ২৮ নভেম্বর ২০২১ | ১১:০০
কক্সবাজার থেকে ১৪০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে আট দিন ধরে ভেসে থাকা একটি মাছ ধরার ট্রলার থেকে ১৪ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। গত শুক্রবার নৌবাহিনীর জাহাজ অনুসন্ধান ‘এফভি মরিয়ম’ নামের ট্রলার থেকে তাদের উদ্ধার করে।
উদ্ধার জেলেরা হলেন- মনির আহমেদ, নবাব মিয়া, সাইফুদ্দিন, সালামুতুল্লাহ, কাসেম, শাহাদৎ হোসেন, সালাউদ্দিন, আব্দুর রহিম, করিম, রবি আলম, রাসেল, আনসার, সেলিম ও জব্বার। তারা কক্সবাজারের মহেশখালীর বাসিন্দা।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক (নৌবাহিনী ডেস্ক) মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী জানান, গত ১৬ নভেম্বর ১৪ জেলে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যান। চলার সময় তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর আট দিন ধরে সাগরে ভাসতে থাকেন তারা। একপর্যায়ে টহলে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ অনুসন্ধান বিকল নৌযানটির কাছে যায়। জাহাজের নৌসদস্যরা জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং খাদ্য ও পানি সরবরাহ করেন। বিকল ট্রলারটিও নৌবাহিনী জাহাজ টেনে নিয়ে আসে।
- বিষয় :
- কক্সবাজার
- জেলে উদ্ধার
- নৌবাহিনী