ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

চরফ্যাসনে র‌্যাবের সঙ্গে ‌‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

চরফ্যাসনে র‌্যাবের সঙ্গে ‌‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

প্রতীকী ছবি

চরফ্যাসন(ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২১ | ০২:৩০ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২১ | ০২:৩০

ভোলার চরফ্যাসনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার চর কুকরী মুকরী ইউনিয়নের বাবুগঞ্জ গ্রামের জাইল্লার খাল নামক এলাকার ফরেষ্ট কেওড়া বাগানে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। দক্ষিণ আইচা থানা পুলিশ রোববার সকালে নিহত দুই জনের লাশ উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে আসেন। তবে তৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে দক্ষিণ আইচা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ওসি সাখাওয়াত হোসেন।

পুলিশ জানায়, শনিবার মধ্যরাতে চর কুকরী মুকরীর বাবুগঞ্জ এলাকায় জলদস্যুদের বিরুদ্ধ অভিযান চালায় র‌্যাব-৮ এর একটি  দল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ১০-১৫ জনের জলদস্যু বাহিনী হামলা চালায়। আত্মরক্ষায় র‌্যাব পাল্টা গুলি চালায়। এতে পিস্তল, শটগান ও এসএমজির ৪৬ রাউন্ড গুলি বিনিময় হয়। ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে ২ জলদস্যু মারা যায়। ১০-১২ জন উত্তরদিকে পালিয়ে যায়। পুলিশ, স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া তিনটি পিস্তল ও একটা রামদা জব্দ করা হয়।

চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অমিতাভ দে জানান, নিহত দুই জনের বাম বুকে এবং পিঠে পাঁচটি গোলাকৃতির ক্ষত চিহ্ন রয়েছে। ক্ষতগুলো গুলির কিনা তা  নিশ্চিত হওয়ার জন্য ফরেনসিক পরিক্ষার প্রয়োজন।

দক্ষিণ আইচা থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, বন্ধুকযুদ্ধে নিহত ২ জনের লাশ উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠনো হবে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×