ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মুক্তিযুদ্ধে ব্যবহৃত ট্যাংক-হাউটজার গান হস্তান্তর করল ভারত

মুক্তিযুদ্ধে ব্যবহৃত ট্যাংক-হাউটজার গান হস্তান্তর করল ভারত

 বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২১ | ০১:৪১ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২১ | ০১:৪১

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ব্যবহৃত একটি টি-৫৫ ট্যাংক এবং ৭৫/২৪ মিলিমিটার মাউন্টেন হাউটজার গান উপহার হিসেবে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারত সরকার।

মঙ্গলবার সকালে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী কাছে এসব উপহার হস্তান্তর করা হয়। এ সময় বাংলাদেশের পক্ষে কর্নেল আশরাফ এবং ভারতের পক্ষে কর্নেল বিতিয়ন উপস্থিত ছিলেন ।

ট্যাংকটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের কাছে এবং ৭৫/২৪ মিলিমিটার মাউন্টেন হাউটজার গানটি সিওডি, ঢাকা সেনানিবাসে হস্তান্তর করা হবে বলে জানা যায়।

এসব তথ্য নিশ্চিত করে কর্নেল আশরাফ জানান, ট্যাংক এবং হাউটজার গান বেনাপোল স্থল বন্দর হয়ে যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে যথাক্রমে ঢাকার শাহবাগে বাংলাদেশ জাদুঘরে এবং সিওডি, ঢাকা সেনানিবাসে পৌঁছানো হবে।

আরও পড়ুন

×