ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ধানখেতে পড়ে ছিল গৃহবধূর চোখ উপড়ানো লাশ

ধানখেতে পড়ে ছিল গৃহবধূর চোখ উপড়ানো লাশ

প্রতীকী ছবি

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২১ | ১০:১৫ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২১ | ১০:১৫

নরসিংদীর রায়পুরায় থেকে এক গৃহবধূর চোখ উপড়ানো লাশ উদ্ধার করেছে রায়পুরা থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল গ্রামের উত্তরপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ওই নারীর নাম রুনা বেগম (২৮)। তিনি চরমরজাল গ্রামের আবু কালাম মিয়ার স্ত্রী ও একই গ্রামের উত্তরপাড়া এলাকার মোসলেম উদ্দিন ভূঁইয়ার মেয়ে। নিহত রুনা বেগমের তিন সন্তান রয়েছে।

নিহতের স্বজনরা জানান, সোমবার সন্ধ্যায় রুনা বাবার বাড়ি থেকে মামার বাড়ি যাওয়ার কথা বলে বের হয়। রাত আটটার দিকে পরিবারের সদস্যরা তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে নম্বর বন্ধ পান। এরপর আর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে মঙ্গলবার সকালে স্থানীয় ব্যক্তিরা ওই গ্রামের একটি ধানখেতে রুনার লাশ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেন। খবর পেয়ে রুনার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে তার লাশ শনাক্ত করেন। এ সময় তার ডান চোখ উপড়ানো অবস্থায় ছিল।

রায়পুরা থানার উপ-পরিদর্শক মো. মনোয়ার হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঠিক কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটি এখনও নিশ্চিত নয়। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

আরও পড়ুন

×