ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সোমবারের মধ্যে টিকার বুস্টার ডোজের ট্রায়াল শুরু: স্বাস্থ্যমন্ত্রী

সোমবারের মধ্যে টিকার বুস্টার ডোজের ট্রায়াল শুরু: স্বাস্থ্যমন্ত্রী

অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক - সমকাল

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২১ | ০৯:১৮ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২১ | ০৯:১৮

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী সোমবারের মধ্যে দেশে করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজের ট্রায়াল শুরু হবে। বয়স্ক ব্যক্তি এবং সম্মুখসারিতে যারা কাজ করেন, তাদের প্রথমে টিকার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত  হয়েছে। বিষয়টি  প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন।

শুক্রবার সন্ধ্যার পর মানিকগঞ্জ সদর উপজেলার গড়পড়ার শুভ্রসেন্টারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে শীতকালীন পিঠা-পুলি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'আমাদের ভ্যাকসিনের কোনো অভাব নেই। আমাদের কাছে প্রায় সাত কোটি ভ্যাকসিন আছে এবং আগামী মাসে আরও দুই কোটি ভ্যাকসিন আসবে। সব ভ্যাকসিন মিলে আমাদের হাতে এখন পৌনে ৫ কোটি ভ্যাকসিন আছে। আমাদের টার্গেটের প্রায় ৫০ ভাগ প্রথম ডোজ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ৩০ ভাগ মানুষকে দুই ডোজ করে টিকা দেওয়া হয়েছে।'

ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, 'এই দেশ স্বাধীন করেছে নৌকা, উন্নয়ন করেছে নৌকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে দেশের উন্নয়নযাত্রা অব্যাহত রয়েছে। কাজেই আমরা চাইবো আমাদের প্রত্যেকটা নৌকা প্রার্থী জয়লাভ করুক। কারণ নৌকা প্রতীক প্রধানমন্ত্রী দিয়েছেন। নৌকার বাইরে যাতে একটি ভোট না পড়ে, সেইভাবে নেতাকর্মীদের কাজ করতে হবে।'

নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দলে বিদ্রোহী প্রার্থীদের কোনো জায়গা নেই। আমাদের দেশের লোক এতো বোকা নয়, কারণ তারা জানে কোথায় ভোট দিতে হবে। নৌকায় ভোট দিলে যে উন্নয়ন হয়, এটা তারা জানেন। কারণ উন্নয়নের চিত্র কাগজে কলমে নয়, এখন তা জনগণের চোখের সামনে।

এসময় জেলা আওয়ামী লীগ, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×